Awsaf Sarowar, Age: 5
আওসাফ: knock knock..
নাসিফ: কে?
আওসাফ: আমি।
নাসিফ: আমি কে?
আওসাফ: তুমি নাসিফ।
তখন গরম কাল, থাকি টরন্টো এর এক এপার্টমেন্ট এর ১৫ তলায় । বিকেলে খুব সুন্দর হাওয়া। .. আওসাফ বারান্দা থেকে কাগজ ছিড়ে ছিড়ে ফেলছে আর কাগজ গুলো উড়ছে।
নাসিফ: বাবা, কাগজ ফেলে না।
আওসাফ: আমি কাগজ ফেলছি না বাবা, উড়াচ্ছি।
বাবা shocks ছেলে rocks !
পরিসমাপ্তি
টুনা কয় টুনিরে, কেমন পেলি সাজা !
আমার সাথে লাগতে এলে, বুঝবি এমন মজা।
চাট্টি- খানি কথা নাকি,
আমার মুখে-মুখে বাক্য কপচানি?
বুঝলি , আমি হলাম রাজা,
তুই আমার আজন্ম প্রজা,
আমার ইশারা তেই তোর বাঁচা এবং মরা।
টুনি টা ভয়ে কাপে,
জানালায় বসে “——” নাম জপে।
টুনা তো হেসেই খুন,
বর্বরতা.. আজকাল বিরাট গুন্।
ভাবতে ভাবতে আনমনে,
উড়ে বসলো এক মগডালে।
বিবেকবান হয়ে থাকতে,
পেরেছে কে, কবে, কোন-কালে?
একি! ওই তো অনেক শস্য-দানা !
মগজ থাকলে কষ্ট ছাড়াই মিলছে দেখি খানা !
আহঃ! মাগো! কি যে যন্ত্রনা-রে!
আমিও কি পড়লাম শেষে বিবেকহীনের খপ্পরে??